বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও দ্বিপাক্ষীয় সম্পর্কের পঞ্চাশতম বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৬ মার্চ ঢাকা সফর করবেন বলে আশা করা হচ্ছে। ওই সময় বরিশালের উজিরপুরেও সফরের সম্ভাবনা রয়েছে মোদির। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস।
ইউএনও জানান, উজিরপুরের সুগন্ধা শক্তিপীঠ পরিদর্শনে আসার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। এ উপলক্ষে শুক্রবার শিকারপুরে সনাতন ধর্মাবলম্বীদের সতীপীঠ সুগন্ধা শক্তিপীঠ পরিদর্শন করেছে ভারতীয় দূতাবাসের ৯ সদস্যের একটি দল।
গত বুধবার ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার রাজশাহী সঞ্জীব কুমার ভাটির নেতৃত্বে পরিদর্শনে আসে প্রতিনিধি দল। তারা গোপালগঞ্জ, বরিশাল, টুঙ্গিপাড়া, ওড়াকান্দি ঠাকুরবাড়ি, খুলনা, কুষ্টিয়ার শিলাইদহ, বাঘা যতীনের পৈতৃক ভিটা পরিদর্শন করেন।