শনিবার, জুলাই ২৭, ২০২৪

প্রখ্যাত মুফতির বাড়ি দখল করে উপাসনালয় বানাচ্ছে ইহুদীরা

প্রখ্যাত মুফতি হাজ আমিন আল-হুসেইনির বাড়ি দখল করে ইহুদিদের উপাসনালয় সিনাগগ বানাচ্ছে ইসরাইল।

তাঁর বাড়ি জেরুজালেমে অবস্থিত।

৮৮ বছর আগে পাহাড়ের ওপর সুরম্য প্রাসাদটি নির্মাণ করেছিলেন প্রখ্যাত ওই ইসলামি চিন্তাবিদ।

দ্বিতায় মহাযুদ্ধের আগে ১৯২০ থেকে ১৯৩০ সাল পর্যন্ত আল-হুসেইনি বার্লিনে ছিলেন। এ কারণে তৎকালীন নাজি বাহিনীর হাতে ইহুদিদের নির্যাতনকে মুসলমানদের ষড়যন্ত্র বলে অপপ্রচার চালায় ইসরাইল।

নাজি বাহিনীর দোসর হিসেবে আল-হুসেইনিকে অভিহিত করেন ইহুদিরা।

মূলত এ কারণে মুফতি প্যালেস (কাসর আল মুফিতি) নামে ৫০০ বর্গ মিটারের ওই সুরম্য প্রসাদটি দখল করে সেখানে সিনাগগ নির্মাণ করছে।

১০ বছর আগে মুফতির প্রাসাদটি ভেঙে সেখানে ইহুদি বসতি শুরু হয়।

সূত্র- জেরুজালেম পোস্ট

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img