করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) ন্যাশনাল ইন্সটিটিউটস অব হেলথ (এনআইএইচ) থেকে তিনি ভ্যাকসিন গ্রহণ করেন।
কমলা হ্যারিস বলেন, আপনার পালা এলে প্রত্যেককে আমি ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানাতে চাই। সময় হলে প্রত্যেকেই ভ্যাকসিন গ্রহণ করুন। এটা আপনাদের জীবন বাঁচাবে।
এর আগে গত ২৯ ডিসেম্বর ওয়াশিংটনের ইউনাইটেড মেডিকেল সেন্টারে (ইউএমসি) ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন তিনি। দেশবাসীকে ভ্যাকসিন নিতে উৎসাহ দিতে সেই দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশনে।