গতকাল শুক্রবার সেনা ছাউনির দেওয়াল চাপা পড়ে কাশ্মীরে দুই ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলার মাছেড্ডিতে এই ঘটনা ঘটে।
শুক্রবার রাতে আচমকাই ভেঙে পড়ে ব্যারাকের ওই দেওয়াল। তার তলায় চাপা পড়ে যান ভারতীয় সেনারা। এই ঘটনায় আরও এক সেনা গুরুতর আহত হয়েছেন বলে খবর।
বিল্লাওয়ার পুলিশ স্টেশনের খুব কাছেই অবস্থিত এই সেনা ছাউনি।
ভারতীয় গণমাধ্যম বলছে, ওই দুই সেনা ব্যারাকে দেওয়ালের ধারে কিছু কাজ করছিলেন। তখনই দেওয়ালটি ভেঙে পড়ে। গুরুতর আহত হন তিনজন। দ্রুত আহতদের এস ডি এইচ বিল্লাওয়ারে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে দুই সেনাকে মৃত বলে ঘোষণা করা হয়।
ওই দুই সেনার নাম পরিচয় প্রকাশ করা হয়েছে। একজন সুবেদার এস এন সিং। ৪৫ বছরের এই সেনা সদস্য হরিয়ানার সোনিপতের বাসিন্দা ছিলেন। আরেকজন ৩৯ বছরের নায়েক পারভেজ কুমার। তিনি সাম্বার বাসিন্দা ছিলেন। যিনি আহত হয়েছেন, তার নাম সিপাই মঙ্গল সিং। বছর ৪৬-এর মঙ্গল হরিয়ানার পানিপথের বাসিন্দা। গুরুতর অবস্থায় তাকে এমএইচ পাঠানকোটে স্থানান্তরিত করা হয়েছে।
সূত্র : কলকাতা টোয়েন্টিফোর