ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কমান্ডার হুসেইন ফায়াদকে শহীদ করার ঘোষণা দিয়েছিল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। তবে সম্প্রতি এক ভিডিওতে তাকে জীবিত অবস্থায় দেখা গেছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
ওয়াইনেট নিউজ জানিয়েছে, হামাসের বেইত হানুন ব্যাটালিয়নের কমান্ডার হুসেইন ফায়াদকে একটি ভিডিওতে জীবিত অবস্থায় দেখা গেছে। ভিডিওতে তাকে উত্তর গাজ্জায় একটি জানাজায় অংশ নিতে দেখা গেছে। সেখানে তিনি গাজাযুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে বিজয় নিয়ে বক্তৃতা দিচ্ছিলেন।
এর আগে ইসরাইলি সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, তারা ফায়াদকে জাবালিয়ার একটি সুড়ঙ্গে শহীদ করেছে।