শনিবার, জুলাই ২৭, ২০২৪

ইসরাইলী হামলায় গাজ্জায় প্রায় ৩৬ হাজার ফিলিস্তিনি শহীদ

চলমান গাজ্জা যুদ্ধে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর হামলায় গাজ্জায় প্রায় ৩৬ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছে।

রোববার (২৬ মে) গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে ইসরাইলী হামলায় অন্তত ৩৫ হাজার ৯৮৪ ফিলিস্তিনি শহীদ হয়েছে। এছাড়া আরো ৮০ হাজার ৬৪৩ জন আহত হয়েছে। নানা ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ রয়েছেন আরো অনেকে। হতাহতদের মাঝে অধিকাংশই নারী ও শিশু।

সূত্রটি আরো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮১ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া আরো ২২৩ জন আহত হয়েছে।

এদিকে, গাজ্জায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল গণহত্যা করছে বলে অভিযোগ এনে দক্ষিণ আফ্রিকা গত বছর আন্তর্জাতিক বিচার আদালতে একটি মামলা করেছিল।

হেগভিত্তিক ট্রাইব্যুনাল তেল আবিবকে নির্দেশ দিয়েছে যেন তার বাহিনী আর গাজ্জায় গণহত্যা না চালায়। একইসাথে নির্দেশ দেওয়া হয়, যেন দক্ষিণ গাজ্জার রাফা শহরে সামরিক অভিযান বন্ধ করে এবং অবরুদ্ধ উপত্যকার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে।

সূত্র : আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img