সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

করোনাভাইরাসে বিশ্বে সাড়ে ৭ হাজারের বেশি মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও সাড়ে ৭ হাজার ৭২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৯১ হাজার ৭৬২ জনে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) করোনা বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

ওয়েবসাইট এর তথ্যমতে, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন ৬ লাখ ২৪ হাজার ৩৫৬ জন। যা আগের দিনের চেয়ে প্রায় ৮৫ হাজার বেশি। এ নিয়ে মোট করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ৯৬ লাখ ৮১ হাজার ২০ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে আমেরিকায়। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৭৬৭ জন এবং মারা গেছেন ১ হাজার ৫৫৮ জন। আর দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img