গাজীপুরের পূবাইলের হায়দরাবাদ এলাকার একটি ঝিলের পাশ থেকে এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মোফজ্জল হোসেন ওরফে তোফাজ্জল জামালপুর জেলার আব্দুল মজিদের ছেলে ও পূবাইল এলাকার বাসিন্দা।
পূবাইল থানার ওসি মোহাম্মাদ নাজমুল হক ভূঁইয়া জানান, শুক্রবার রাতে মোফাজ্জল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে শনিবার রাতে পাশ্ববর্তী হায়দরাবাদ আক্কাছ মার্কেট হাজীপাড়া এলাকায় একটি ঝিলের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ রাত ১১টায় তার লাশ উদ্ধার করে সুরুতহাল প্রতিবেদন শেষে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি জানান, নিহতের ঘাড়ের পেছনে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কারা কী কারণে তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
সূত্র: ইউএনবি