রবিবার, মে ১৯, ২০২৪

উত্তর গাজ্জায় জাতিসংঘের সাহায্য পৌঁছাতে ইসরাইলের বাধা

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের সাহায্য সংস্থা গতকাল রোববার (২৪ মার্চ) বলেছে দুর্ভিক্ষের সর্বোচ্চ মাত্রায় ঝুঁকিতে থাকা উত্তর গাজ্জায় মানবিক সহায়তা সামগ্রী পৌঁছাতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল তাদের উদ্দেশ্যমূলকভাবে বাধা দিচ্ছে।

জাতিসংঘের ফিলিস্তিনি সাহায্য সংস্থার প্রধান ফিলিপে লাজারিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে বলেন, আমাদের দৃষ্টির সামনে উন্মোচিত হতে থাকা বিয়োগান্তক ঘটনাপ্রবাহের পরেও ইসরাইলী কর্তৃপক্ষ জানিয়েছে তারা ইউএনআরডব্লিউএ’র কোনো বহরকেই গাজ্জার উত্তর অংশে প্রবেশের অনুমতি দেবে না।

লাজারিনি আরও বলেন, এটা ভয়ানক জঘন্য কাজ এবং মানুষ সৃষ্ট দুর্ভিক্ষের সময় জীবন রক্ষাকারী সাহায্য সামগ্রী পৌঁছানোর প্রচেষ্টায় উদ্দেশ্যমূলকভাবে বাধা দেওয়ার ঘটনা।

তবে লাজারিনির বিবৃতির বিষয়ে মন্তব্য করার জন্য বার্তা সংস্থা এএফপি ইসরাইলী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও কেউ তাতে সাড়া দেয়নি।

ইউএনআরডব্লিউএ’র যোগাযোগ বিষয়ক পরিচালক জুলিয়েট তোওমা বিষয়টি ইসরাইলী সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তুলে ধরলেও তার কোনো সুরাহা হয়নি। বরং দুইবার সাহায্য বহর প্রবেশের জন্য অনুমতি চেয়ে পাঠানো চিঠি অগ্রাহ্য করা হয়। তবে অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে কোনো কারণ জানানো হয়নি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img