রবিবার, মে ১৯, ২০২৪

ফিলিস্তিনের ভূমি থেকে ইসরাইলকে অবশ্যই সরে যেতে হবে : ইন্দোনেশিয়া

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে ফিলিস্তিনিদের ভূমি থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মার্শুদি।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে বিচারকদের সামনে দেওয়া এক বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

মার্শুদি বলেন, “প্রায় ৩০ হাজার ফিলিস্তিনির মৃত্যু কি ইসরাইলের জন যথেষ্ট নয়..এত মৃত্যুর পরও তারা রাফাহ’তে আক্রমন করতে যাচ্ছে।”

ফিলিস্তিনি জনগণের প্রতি ইন্দোনেশিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করেছেন মার্শুদি।

তিনি বলেন, ইসরাইল কতৃক সংঘঠিত আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘনের’ বিরুদ্ধে ন্যায় বিচারের দাবিতেই তিনি নেদারল্যান্ডের হেগে পৌঁছেছেন।

বক্তব্যে, আদালতের সদস্য ও প্রেসিডেন্টের প্রতি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডকে ‘অবৈধ’ ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মার্শুদি বলেন, যে কোন রাষ্ট্রকে দুর্বল রাষ্ট্রের বিরুদ্ধে যা ইচ্ছা তাই করার স্বাধীনতা দেওয়া কখনোই উচিত নয়।

তিনি আরো বলেন, আইসিজে ও আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলি নৃশংসতাকে বন্ধ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে বলে আশা করছে বিশ্বের কোটি কোটি জনগণ।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img