ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দরকার হলে রক্ত দিয়ে কাজ করব। আমাদের শপথ বাংলায় বহিরাগত বিজেপিকে ঢুকতে দেবো না। এখানে যারা থাকেন তারা বহিরাগত নয়। যারা বাইরের থেকে লুটোপুটি করে এসে বলছেন, আমরা বাংলাকে গুজরাট বানিয়ে দেবো। আমরা বলেছি, গুজরাট বাংলা হয়ে যাবে কিন্তু বাংলাকে আপনারা গুজরাট বানাতে পারবেন না। ওরা বলেছেন, আমরা দেখে নেবো। হয় জেলে থাকো না হয় ঘরে থাকো। আমি জেলে থাকতে রাজি আছি কিন্তু বিজেপির ঘরে থাকতে রাজি নই। যতদিন বেঁচে থাকব মাথা উঁচু করে লড়াই করবো।
সোমবার (২৫ জানুয়ারি) পশ্চিমবঙ্গের পুরশুড়ায় এক জনসভায় তিনি এসব কথা বলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বিজেপি সম্পর্কে বলেন, বিজেপি হল দাঙ্গাবাজ, লুটেরাবাজ, গুন্ডাবাজ, মিথেবাদী। ওরা মিথ্যে ভিডিও দেখায়। সব ‘ফেক’। ওদের কোনও ভিডিও বিশ্বাস করবেন না। সব ফেক। ওরা ভিডিও বানায়, তৈরি করে। বিজেপি পার্টিটাই এখন ফেক হয়ে গেছে। ফেক আর ভেক। ভেকধারী পার্টি হয়ে গেছে। সেজন্য ওই পার্টিকে বিশ্বাস করার কোনও প্রয়োজন নেই। তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং থাকবে।