রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির সাথে ধাক্কা লেগে নটর ডেম কলেজের এক ছাত্র নাঈম হাসানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৭ বছর বয়সী এই ছাত্রের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করছে কলেজটির শিক্ষার্থীরা।
বুধবার (২৪ নভেম্বর) তিনটার দিকে শিক্ষার্থীরা রাস্তায় নামে।
এসময় কয়েক শ’ বিক্ষোভকারী নগরভবনে প্রবেশের চেষ্টা করে। তবে প্রধান ফটক বন্ধ থাকায় ভবনের সামনেই স্লোগান দেয় তারা।
এর আগে, বুধবার দুপুর পৌনে ১২টায় গুলিস্তান হল মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় নাঈম হাসানকে একটি গাড়ি চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, দুর্ঘটনায় নিহত নাঈম হাসান নটর ডেম কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।