আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের সভাপতি আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, তথাকথিত আহমদীয়া মুসলিম জামাত নামধারী কাদিয়ানী সম্প্রদায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী বলে বিশ্বাস করে না। অথচ পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে মুসলমানদের মৌলিক বিশ্বাস হলো হযরত মুহাম্মদ সাঃ ই সর্বশেষ নবী, তাঁর পরে আর কোন নবী আসবেনা। কাদিয়ানী সম্প্রদায় পাঞ্জাবের গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে বিশ্বাস করে। অথচ ইসলামের সহি আকিদা বিশ্বাস অনুযায়ী হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পর যে বা যারা অন্য কাউকে নবী হিসেবে বিশ্বাস করবে সে কস্মিনকালেও মুসলমান থাকতে পারে না। সে হিসাবে কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম, কাফের।
তিনি বলেন, কাদিয়ানীরা তাদের ভ্রান্ত মত প্রচার করে বাংলাদেশের মুসলমানদেরকে ঈমান হারা করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। ইংরেজদের দালাল গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীদেরকে অন্যান্য মুসলিম রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। অথচ উলামায়ে কেরাম দীর্ঘদিন যাবত সরকারের কাছে দাবী জানানোর পরও কাদিয়ানী সম্প্রদায়কে কোন অদৃশ্য কারণে অমুসলিম ঘোষণা করতে কাল ক্ষেপন করছে তা আমাদের বোধগম্য নয়।
আজ (২৪ অক্টোবর) মঙ্গলবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নুরিয়া ইসলামিয়ায় আন্তর্জাতিক তাহাফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ঢাকা ৪ নম্বর জোনের উদ্যোগে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে অনুষ্ঠিত খতমের নবুওয়ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা ৪ নং জোন কমিটির সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী, সহসভাপতি ড.আহমাদ আবদুল কাদের। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাওলানা জহিরুল ইসলাম,যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আবদুল কাইয়ূম সোবহানী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা শওকত হোসেন সরকার, সহকারী মহাসচিব মাওলানা শিব্বির আহমদ কাসেমী, মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা ইউনুস ঢালী, মাওলানা সাইদুর রহমান, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা মিনহাজ উদ্দিন, মুফতী আখতারুজ্জামান আশরাফী, মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা আ ফ ম আকরাম হোসাইন, মুফতি জসিমউদদীন, মাওলানা শামসুদ্দিন বড়াইলী ও মুফতী আবুল হাসান কাসেমী প্রমুখ।
মাওলানা মহিউদ্দিন রাব্বানী বলেন, মিরপুরে কাদিয়ানী সম্প্রদায় সরকারি জমি দখল করে নিজেদের ধর্মীয় উপাসনালয় তৈরি করছে। অনতিবিলম্বে তাদের সকল অপতৎপরতা বন্ধ করতে হবে এবং সরকারি জমিতে মসজিদের নামে যে উপাসনালয় তৈরি করা হচ্ছে তা বন্ধ করতে হবে।
সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, মিথ্যা নবীর দাবিদার গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী আহমদীয়া সম্প্রদায়কে অবিলম্বে আগামী নির্বাচনের আগেই রাষ্ট্রীয়ভাবে ও অমুসলিম ঘোষণা করতে হবে। এবং তাদের ভ্রান্ত আকিদা সম্বলিত সকল প্রচার পত্র বন্ধ করতে হবে। যেহেতু তারা মুসলমান নয় তাই মুসলমানদের কোন পরিভাষা ব্যবহার করতে পারবে না। তাদের উপাসনালয়কে মসজিদ বলতে পারবে না। মুসলমান নামে ভিসা নিয়ে হজ্ব, ওমরাসহ মক্কা মদিনা সফর করতে পারবে না। সম্মেলনে আগামী ২৯ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।