ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ প্রধান বা আমিরুল মুমিনীন শায়েখ হেবাতুল্লাহ আখুন্দজাদা ও প্রধান বিচারপতি শায়েখ আব্দুল হাকিম হক্কানীর গ্রেফতার চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আবেদন করেছেন এর প্রসিকিউটর কারিম খান।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এই ২শীর্ষ নেতার গ্রেফতারী পরোয়ানা চেয়ে আইসিসিতে ২টি আবেদনপত্র দাখিল করেন তিনি।
কারিম খান বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশের পরিস্থিতির জন্য আইসিসির প্রি-ট্রায়াল চেম্বার-২ এর কাছে আফগান অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ প্রধান ও প্রধান বিচারপতির গ্রেফতারী পরোয়ানা কামনা করে ২টি আবেদনপত্র দাখিল করেছে আমার অফিস।
তিনি আরো বলেন, ২০২২ এর অক্টোবরে আইসিসির প্রি-ট্রায়াল চেম্বারের অনুমোদনের পর থেকে নিরপেক্ষ ও স্বাধীনভাবে আফগান জনসাধারণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগগুলোর তদন্ত শুরু করি আমরা। প্রসিকিউটর নাজহাত শামিম খানের নেতৃত্বে আইসিসির আফগান বিষয়ক একটি সম্মিলিত টিম তদন্তে আফগান পরিস্থিতি খতিয়ে দেখছে।
তদন্তে আমরা কিছু যৌক্তিক কারণ খুঁজে পেয়েছি যা ইঙ্গিত করে, আখুন্দজাদা ও হক্কানী লিঙ্গ ভিত্তিক মানবিক অপরাধের জন্য দায়ী ও রোম সংবিধির ধারা ৭ (১) (এইচ) এর আওতায় আইনত অপরাধী। তাই আমার অফিস এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, এই দুই ব্যক্তিত্ব আফগান মেয়ে ও নারীদের নিপীড়নের জন্য দায়ী। অনুরূপভাবে তালেবানের লিঙ্গগত আদর্শ ও অভিব্যক্তির সাথে যারা সহমত নয় এবং নারীবাদের সহযোগী, তাদের নিপীড়নের জন্যও তারা দায়ী। তদন্তে ১৫ আগস্ট ২০২১ থেকে এখন পর্যন্ত আফগান জুড়ে সংঘটিত নারী ও নারীদের মানবিক নিপীড়নকে বিবেচনায় নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর কারিম খান নারীদের মৌলিক অধিকার নিয়ে তালেবানের শরঈ ব্যাখ্যার ব্যাপারে বলেন, মৌলিক মানবাধিকার লঙ্ঘনকে ও রোম সংবিধি অনুযায়ী অপরাধকে তালেবানের শরঈ ব্যাখ্যা দিয়ে ন্যায্যতা দেওয়া উচিত হবে না।
উল্লেখ্য, রোম সংবিধি (Rome Statute) হলো আন্তর্জাতিক অপরাধ বা ফৌজদারি আদালত (International Criminal Court – ICC) প্রতিষ্ঠার জন্য গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি। এটি ১৭ জুলাই ১৯৯৮ সালে রোমে স্বাক্ষরিত হয় এবং ১ জুলাই ২০০২ সালে কার্যকর হয়। রোম সংবিধি আন্তর্জাতিক অপরাধ যেমন গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ এবং আগ্রাসনের অপরাধ মোকাবিলার জন্য আইনি কাঠামো প্রদান করে।
যেসব দেশ এই সংবিধি স্বাক্ষর ও অনুমোদন করেছে, তারাই এর অধীনে পড়ে। তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে অন্য দেশের বিষয়েও বিচার চালানো যেতে পারে।
আফগানিস্তান ২০০৩ সালের ১০ ফেব্রুয়ারি রোম সংবিধিতে সাক্ষর করে, তবে এখনো একে অনুমোদন দেয়নি।
সূত্র: আনাদোলু