আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) তুরস্কে ৮৯তম ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলিতে যোগ দিয়েছেন। তিনি পাঁচ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
মঙ্গলবার (২৩ নভেম্বর) তুরস্কে শুরু হয়েছে তিন দিনব্যাপী এ সম্মেলন।
ইন্টারপোলের ১৯৪টি দেশের পুলিশ প্রতিনিধিগণ সম্মেলনে অংশ নিচ্ছেন। আইজিপি সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশসমূহের পুলিশ এবং আসিয়ানাপোলের প্রতিনিধিদের সাথে বাংলাদেশ পুলিশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।
আগামী ২৫ নভেম্বর সম্মেলন শেষ হবে।