শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

আওয়ামী লীগ হিমালয় পর্বতের মতো : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন বিএনপির নেতা-কর্মীরা এখন রাস্তায় নেমে বলছেন, আওয়ামী লীগকে ধাক্কা দিলেই পড়ে যাবে। আওয়ামী লীগ এত ঠুনকো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ হিমালয় পর্বতের মতো। ধাক্কা দিয়ে ফেলা যাবে না।

রবিবার (২৩ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের ইতিহাস আমরা জানি। তারা বাংলা ভাই, শায়েখ আব্দুর রহমান, গ্রেনেড হামলার সৃষ্টি করেছিল। রাজাকার আল বদরকে এমপি-মন্ত্রী বানিয়েছে। আমরা সেই অন্ধকার জগতে আর যেতে চাই না।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আমরা দেশে করোনা নিয়ন্ত্রণ ও ১৭ কোটি লোককে ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছি। সে কারণে আমাদের দেশের মানুষ এখন ভালো আছে। সে জন্য দেশের অর্থনৈতিক অবস্থাও ভালো আছে। উন্নয়নের চাকা ঘুরছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহ সভাপতি অ্যাড. আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, সদর উপজেলা অওয়ামী লীগের সভাপতি ইস্রাফিল হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার উদ্দিন সরকারসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img