মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৭ লাখ ৬১ হাজার ৩১২ জনে পৌঁছেছে। করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৭ হাজার ৩০৬ জন।
শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।
দেশটির সরকারি সূত্রে প্রকাশ, গতকাল (বৃহস্পতিবার) সকাল ৮ টা থেকে আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত ৫৪ হাজার ৩৬৬ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৬৯০ জন করোনা রোগী প্রাণ হারিয়েছে। বর্তমানে ৬ লাখ ৯৫ হাজার ৫০৯ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।
দেশটির অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণের সংখ্যা বাড়ছে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৫৭ জন সংক্রমিত হয়েছেন এবং একইসময়ে ৬৪ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। পশ্চিমবঙ্গে এ নিয়ে মোট আক্রান্তের ৩ লাখ ৩৭ হাজার ২৮৩ জনে দাঁড়িয়েছে। রাজ্যেটিতে এ পর্যন্ত মোট ৬ হাজার ৩০৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।