বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

করোনায় বিপর্যস্ত ভারত, আক্রান্তের সংখ্যা ৭৭ লাখ ছাড়াল

মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৭ লাখ ৬১ হাজার ৩১২ জনে পৌঁছেছে। করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৭ হাজার ৩০৬ জন।

শুক্রবার (২৩ অক্টোবর) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।

দেশটির সরকারি সূত্রে প্রকাশ, গতকাল (বৃহস্পতিবার) সকাল ৮ টা থেকে আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত ৫৪ হাজার ৩৬৬ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৬৯০ জন করোনা রোগী প্রাণ হারিয়েছে। বর্তমানে ৬ লাখ ৯৫ হাজার ৫০৯ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

দেশটির অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণের সংখ্যা বাড়ছে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৫৭ জন সংক্রমিত হয়েছেন এবং একইসময়ে ৬৪ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। পশ্চিমবঙ্গে এ নিয়ে মোট আক্রান্তের ৩ লাখ ৩৭ হাজার ২৮৩ জনে দাঁড়িয়েছে। রাজ্যেটিতে এ পর্যন্ত মোট ৬ হাজার ৩০৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img