ইসলামী ওয়াকফ আইন নিয়ে ভারতীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিংহের দেওয়া বক্তব্যের সমালোচনা করলেন হায়দারাবাদের এমপি ও রাজনৈতিক দল অল ইন্ডিয়া মাজলিসে ইত্তেহাদুল মুসলিমীনের প্রেসিডেন্ট আসাদ উদ্দিন ওয়াইসি।
রবিবার (২২ সেপ্টেম্বর) গিরিরাজ সিংহের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দেন।
বিবৃতিতে আসাদ উদ্দিন ওয়াইসি উগ্র হিন্দুত্ববাদী বিজেপি ও এই কেন্দ্রীয় ক্যাবিনেট ও বস্ত্র মন্ত্রীর তীব্র সমালোচনা করে বলেন, ২০১৩ সাল থেকে ওয়াকফ বোর্ডে নারীদের অধিকার ও আসন সংরক্ষিত রয়েছে। এছাড়া বোর্ডে অন্তর্ভুক্তির ক্ষেত্রে পাসমান্দাহ মুসলিমদের উপরও কোনো ধরণের বিধিনিষেধ নেই।
এছাড়া উগ্র হিন্দুত্ববাদী বিজেপির সমালোচনায় তিনি বিহার হিন্দু ট্রাস্ট আইন-১৯৫০ এ হিন্দু সম্প্রদায়ের নীচু জাত, অনগ্রসর শ্রেণী ও নারীদের প্রতি যে চরম বৈষম্য রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেন। হিন্দু সম্প্রদায়ের প্রতি বিজেপির যে প্রতিশ্রুতি ও অঙ্গীকার রয়েছে একে প্রশ্নবিদ্ধ করেন। তিনি বলেন, বিজেপি কি নীচু জাত, অনগ্রসর শ্রেণী ও নারীদের অন্তর্ভুক্তির জন্য এই আইনের সংশোধন করবে?
তিনি আরো বলেন, যদি সত্যিই আপনারা পাসমান্দাহ মুসলিমদের কল্যাণের চিন্তাভাবনা করে থাকেন তবে কেনো তাদেরকে অনগ্রসর ও নীচু জাতের তালিকার অন্তর্ভুক্ত করছেন না? কেনো বিভিন্ন রাজ্যে অনগ্রসর জাতির তালিকা থেকে মুসলিমদের বাদ দেওয়ার চেষ্টা করছেন?
এর পূর্বে সংশোধিত ওয়াকফ বিলের স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে শীর্ষ বিজেপি নেতা, কেন্দ্রীয় ক্যাবিনেট ও বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিংহ বলেছিলেন, বর্তমান ওয়াকফ বিল দরিদ্র নারী ও পাসমান্দাহ মুসলিমদের যথাযথ অধিকার নিশ্চিত করতে ব্যর্থ। তাই বিল সংশোধন করে ওয়াকফ বোর্ডে নারী সদস্য ও পাসমান্দাহ মুসলিমদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।
এছাড়া ওয়াকফ বোর্ড ও কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেছিলেন, বর্তমান বিলের আওতায় ওয়াকফ বোর্ড ভূমি দখলের সাথে জড়িত। কংগ্রেস তাদের অনেক বেশি ক্ষমতা দিয়ে রেখেছে। না খাতা, না বাহি, যো ওয়াকফ কাহে ওয়াহি সাহি!
অর্থাৎ, না দরকার লেখার, না দরকার নথি-রেকর্ড, ওয়াকফ বলেছে তো সেটাই যথেষ্ট! যা ইসলামী ওয়াকফ আইনকে কটাক্ষ করার শামিল। কেননা ইসলামী আইনশাস্ত্র অনুসারে শুধুমাত্র নিয়ত করা কিংবা মুখে উচ্চারণ করাই ওয়াকফের জন্য যথেষ্ট। লিখিত আকারে ওয়াকফ করা আবশ্যকীয় নয়।
সূত্র: মুসলিম মিরর