শনিবার, অক্টোবর ৫, ২০২৪

২৭ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে ১০ দিনব্যাপী ইসলামী বইমেলা; তত্ত্বাবধানে মুফতী হারুন ইযহার

মুফতী হারুন ইযহারের তত্ত্বাবধানে ও আল কুরআসের দারসের ব্যবস্থাপনায় চট্টগ্রাম জামিয়াতুল উলুম লালখান বাজার মাদরাসার মাঠে আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে ৬ অক্টোবর পর্যন্ত দশ দিনব্যাপী ইসলামী বইমেলা শুরু হচ্ছে।

বইমেলা প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে। তবে শুক্রবার ও শনিবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে। প্রতিদিন মহিলাদের জন্য প্রথম দুইঘন্টা বরাদ্ধ থাকবে।

মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন প্রতিদিন গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক সেমিনারের আয়োজন, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্ট। থাকছে আকর্ষণীয় হাদিয়া ডেস্ক।

বইমেলা তত্ত্বাবধায়ক মুফতী হারুন ইযহার জানিয়েছেন, বইমেলায় ঢাকা ও চট্টগ্রামের প্রসিদ্ধ প্রকাশনাগুলো অংশ গ্রহণ করবে। এতে দেশের বিভিন্ন লেখক ও সাহিত্যিকরা অংশ নেবেন। নতুন ও পুরাতন লেখকদের মিলনমেলায় পরিণত হবে। এ ছাড়াও বইমেলায় সম্মিলন ঘটবে দেশবরেণ্য উলামায়ে কেরাম, দাঈ, লেখক,গবেষক,পাঠক, বুদ্ধিজীবী ও প্রকাশকদের।

তিনি জ্ঞান পিপাসু বইপ্রেমিকদের ইসলামী বইমেলায় এসে বইমেলাকে প্রাণবন্ত করে তোলার জন্য আহ্বান জানিয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img