রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ক্ষমতায় এলে খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানের বিশেষ উদ্যোগ নেব : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বিএনপি এলে প্রতিটি নাগরিকের জন্য খাদ্য নিরাপত্তা ও ব্যাপক কর্মসংস্থানের উদ্দেশ্য নিয়ে বিশেষ উদ্যোগ নেবে।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কিশোরগঞ্জ জেলার পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপির আয়োজনে স্বৈরাচারের পতন ও গণতন্ত্রের পথে যাত্রা এবং শহীদ পরিবার ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদান উপলক্ষে বিশাল গণসমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দেশের প্রতিটি পরিবারকে খাদ্য নিরাপত্তা দেয়ার জন্য স্বপ্নের প্রকল্প ফ্যামিলি কার্ড প্রদান করা হবে জানিয়ে তারেক রহমান বলেন, পরিবারের মা অথবা গৃহিণীর নামে এই কার্ড প্রদান করা হবে। রাষ্ট্রের পক্ষে সকল নাগরিক পর্যায়ক্রমে কার্ডটি পাবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যামিলি কার্ড সবাই পাবেন বিধায় কোনোপ্রকার দলীয় বা স্থানীয় প্রভাবে কাউকে বঞ্চিত করার সুযোগ থাকবে না। নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর একটি অংশ এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে। প্রাথমিকভাবে গ্রামের সুবিধাবঞ্চিতদের জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তন হলেও পরবর্তী সময়ে সকলেই এর প্রাপক হবেন। একটি পরিবারের সদস্য সংখ্যা সর্বোচ্চ চারজন বিবেচনায় এই কার্ডটি বিতরণ করা হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি’র যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আরো বক্তব্য রাখেন, কিশোরগঞ্জের শহীদ পরিবার ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এবং বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img