মঙ্গলবার, জুন ১৭, ২০২৫

ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

spot_imgspot_img

ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে বলা হয়, ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আদালতে যেতে হবে।

আজ শুক্রবার (২৩ আগষ্ট) বাদ জুমা পল্টনে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ।

সমাবেশের আগে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে এক বিক্ষোভ মিছিল পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকি সংলগ্ন সড়কে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি আগ্রাসন রুখে দাঁড়াতে হবে। ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আদালতে যেতে হবে, প্রয়োজনে মামলা করতে হবে।

তিনি বলেন, ভারত গ্রীষ্ম মৌসুমে পানি দেয় না, কিন্তু বর্ষাকালে অতিবর্ষণের সময় বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয়। এটা কোনভাবেই সুপ্রতিবেশী সুলভ আচরণ হতে পারে না।

তিনি আরও বলেন, আজকে ফেনী, নোয়াখালী, কুমিল্লা-সহ দেশের বিভিন্ন জেলায় হঠাৎ বন্যায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সরকারের প্রশাসন, সেনা, নৌবাহিনীর সাথে সাথে সকল রাজনৈতিক ও সেবামূলক সংগঠনকে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় ঝাপিয়ে পড়তে হবে।

খেলাফত মজলিস ঢাকা মহানগরীর দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইনের, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সাহাবুদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, মো: জহিরুল ইসলাম, এ্যাডভোকেট মুহাম্মদ শায়খুল ইসলাম, অধ্যাপক মাওলানা আজীজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, মো: আবুল হোসেন, মাওলানা মুহাম্মদ আজীজুল হক, শ্রমিক মজলি নেতা আমীর আলী হাওলাদার, ছাত্র মজলিস নেতা নূর মুহাম্মদ, ইসলামী যুব মজলিস নেতা জামিরুল ইসলাম, মুহাম্মদ সালমান প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে ঢাকা মহানগরী ছাড়াও সিলেট মহানগরী, বরিশাল মহানগরী, খুলনা মহানগরী, রংপুর মহানগরী-সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img