পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দিদি রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যের অপমান করেছেন। পশ্চিমবঙ্গের স্বপ্ন নিয়ে দিদিকে খেলতে দেব না।
রবিবার (২২ মার্চ) পশ্চিমবঙ্গের বাঁকুড়ার তিলাবেদিয়ায় এক জনসভায় তিনি এসব কথা বলেন।
হুগলির তারকেশ্বরের রামচন্দ্রপুর গ্রামের কালীতলা এলাকায় আঁকা ব্যঙ্গচিত্রের প্রসঙ্গ টেনে মোদি বলেন, দিদির লোকেরা এমন ব্যঙ্গচিত্র তৈরি করছে, যেখানে দেখানো হচ্ছে আমার মাথায় দিদি লাথি মারছেন এবং ফুটবল খেলছেন। দিদি, আপনি কেন বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে অপমান করছেন? আপনি চাইলে আমার মাথায় পা রাখতে পারেন, আমাকে লাথি মারতে পারেন। কিন্তু বাংলার স্বপ্নকে আমি লাথি মারতে দেব না।
ভারতের বিতর্কিত নতুন কৃষি আইন নিয়ে ভারত জুড়ে চলা বিক্ষোভের মধ্যে পশ্চিমবঙ্গের কৃষকদের মন পেতেও চেষ্টা করেন হিন্দুত্ববাদী বিজেপির প্রধানমন্ত্রী। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের কৃষকরা কিষান সম্মান যোজনার টাকা পাবেন বলেও লোকদের বলেন।