মঙ্গলবার, জুন ২৪, ২০২৫

ওআইসিকে আফগানিস্তানসহ বিশ্বের মুসলিমদের উন্নয়নের কথা ভাবতে হবে: শহীদ আফ্রিদি

spot_imgspot_img

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের স্থিতাবস্থা ফেরাতে ও ভঙ্গুর অর্থনৈতিক সমস্যা সমাধান এবং বিশ্বের মুসলিমদের উন্নয়নে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনকে (ওআইসি) ভাবতে হবে বলে মত প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

গত রোববার (১৯ ডিসেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত ওআইসির সম্মেলনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, পাকিস্তানে ওআইসির সদস্য দেশগুলোকে স্বাগত জানাই। সব দেশ মিলে বিশ্বের মুসলমানদের উন্নয়নের কথা ভাবতে হবে। সেই সঙ্গে আফগানিস্তানের ভাই-বোনেরা যে সমস্যার মধ্যে রয়েছেন সে কথাও আমাদের ভাবতে হবে।

প্রতিবেশী দেশ আফগানিস্তানের অবস্থাকে মানবিক বিপর্যয় বলে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। প্রতিবেশী এ দেশটির সাহায্যে বিশ্বের অন্যান্য দেশগুলোকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img