কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো ভারতের বিতর্কিত ধনকুবের গৌতম আদানির সাথে হওয়া দু’টি বড় চুক্তি বাতিল করেছেন। যুক্তরাষ্ট্রের আদলত গৌতম আদানি ও তার সহযোগীদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এ সিদ্ধান্ত নিল নাইরোবি।
আজ শুক্রবার (২২ নভেম্বর) সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানান।
কেনিয়ার প্রেসিডেন্ট যে দুটি চুক্তি বাতিল করেছেন, একটি হলো কেনিয়ার প্রধান বিমানবন্দর সংস্তার ও পরিচালনা এবং দ্বিতীয়টি হলো বিদ্যুতের লাইন নির্মাণের জন্য দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি।
গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা ভারতের দ্বিতীয় শীর্ষ ধনী গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে তিনি ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ প্রস্তাব করেছিলেন এবং তা গোপন রেখে যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের চেষ্টা করেছিলেন।
আদানি গ্রুপ যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের আনা অভিযোগকে “ভিত্তিহীন” বলে অস্বীকার করেছে।
বৃহস্পতিবার উইলিয়াম রুটো কেনিয়ার পার্লামেন্টে দেওয়া এক ভাষণে বলেন, “যদি দুর্নীতির বিষয়ে নিশ্চিত প্রমাণ বা বিশ্বাসযোগ্য তথ্য আসে, আমি কঠোর পদক্ষেপ নিতে পিছপা হব না।” তার এই বক্তব্যে পার্লামেন্টে উপস্থিতি আইনপ্রণেতারা চিৎকার করে সমর্থন জানায়।
সূত্র : বিবিসি বাংলা