শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আগামী এক বা দেড় বছরের মধ্যে নির্বাচনের দাবি জানান : মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম জাতীয় সংসদ নির্বাচন আগামী এক বা দেড় বছরের মধ্যে আয়োজন করতে অন্তর্র্বতী সরকারের প্রতি দাবি জানিয়ে বলেছেন, তাদের সুনির্দিষ্ট নির্বাচনি রোডম্যাপ ঘোষণা দেয়া উচিত। সাধারণ মানুষ ও রাজনৈতিক দল নির্বাচনের বিষয়টি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে, তাই পরিষ্কার করা জরুরি।

আজ শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে ভোলা সরকারী স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের উদ্যোগে ইহকাকালীন শান্তি ও পারকালে মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, ভোলা শহর একটি দ্বীপ শহর। এখানের মানুষের গ্যাসের চাহিদা দীর্ঘ দিনের। এখানের গ্যাস পাওয়ার পর সবচেয়ে বেশি হকদার এ শহরের বাসিন্দাদের। এটা না করে ইন্ট্রাকোর সাথে কৃত চুক্তি বাস্তবায়ন হতে পারে না। এই চুক্তি বাতিল করতে হবে।

তিনি বলেন, ভোলার প্রতিটি বাড়ীতে গ্যাস লাইন পাওয়ার পর ভিন্ন চিন্তা। তিনি ভোলা-বরিশাল সেতু অবিলম্বে বাস্তবায়ন করে এ অঞ্চলের মানুষের যোগাযোগ সুবিধা বৃদ্ধি করাই সর্বপ্রধান কাজ হওয়া উচিত।

ইসলামী আন্দোলনের নায়েবে আমীর বলেন, নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনাই হবে নতুন নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ। নতুন নির্বাচন কমিশন সততা, নিষ্ঠা ও দৃঢ়তার সাথে কাজ করবে বলে আমরা আশাবাদী। বিগত ১৬ বছর নির্বাচন কমিশন দলীয় অনুগত কমিশনে পরিণত হয়েছিলো। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষার পরিবর্তে নির্বাচন নিয়ে তামাশা করেছিল।

তিনি আরও বলেন, অতিতের অবস্থা ফিরে আসুক জনগণ তা চায় না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে না পারলে জনগণ রুখে দাড়াবে। নারী উন্নয়নের নামে এনজিও নারীদের দিয়ে যে কমিটি গঠন করা হয়েছে, এ কমিটি নারীদের উন্নয়নের পরিবর্তে ধ্বংস করবে। কাজেই হুশিয়ার হয়ে যান।

সংগঠনের ভোলা জেলা উত্তর সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজীর সভাপতিত্বে এবং সেক্রটারী মাওলানা তারেকুল ইসলাম তারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়েদুর রহমান বিন মোস্তফা প্রমূখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img