অন্তর্ভর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, আল্লাহর ভয় মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে।ইসলাম হচ্ছে পরশ পাথর। যারাই একবার ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় গ্রহণ করে, তাঁরাই সোনার মানুষে পরিণত হয়ে যায়।
আজ শুক্রবার (২২নভেম্বর) চট্টগ্রাম চন্দনাইশ মুরাদাবাদ আজিজিয়া মাদরাসার ২ দিনব্যাপী বার্ষিক মাহফিলে দ্বিতীয় দিনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,আমরা সংস্কার কাজ শেষ করে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবো।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা পাপাচার থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করে। পাপাচার থেকে দূরে থাকে। মুত্তাকী ব্যক্তি আল্লাহর কাছে যেমন সম্মানিত তেমনি দুনিয়ার মানুষের কাছে সম্মানিত।
অত্র মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ তাহের আজিজীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক মাহফিলে আরও বক্তব্য রাখেন, পটিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী শামসুদ্দিন জিয়া, মাওলানা আমিনুল হক, নানুপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আনোয়ার আজহারী, মাওলানা মোস্তফা নূরী কক্সবাজার, মাওলানা নুরুল্লাহ, মাওলানা আব্দুর রহিম মুরাদাবাদী ও মাওলানা আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ।