রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

দেশে পৌত্তলিক সংস্কৃতির আগ্রাসন চলছে: মাওলানা ইমতিয়াজ আলম

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া দেশে পৌত্তলিক সংস্কৃৃতির আগ্রাসন চলছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন।

রোববার (২২ নভেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, পৌত্তলিক সংস্কৃতি মুসলমানের কোন সংস্কৃতি নয়। ভাস্কর্যের সংষ্কৃতি পরিহার করতে হবে।

তারা বলেন, ফ্রান্সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শণের প্রতিবাদে বিশ্বব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়ার পরও সেদেশের রাষ্ট্রপ্রধান মুসলিম উম্মাহর কাছে ক্ষমা প্রার্থণা না করে উল্টো মুসলমানদের বিরুদ্ধে কর্মকাণ্ড করার অপরিণামদর্শি খেলায় মেতে উঠেছে। ফ্রান্স সরকার মুসলমানদেরকে নিয়ন্ত্রণ করার জন্য নতুন একটি অধ্যাদেশ জারি করেছে। এধরণের অধ্যাদেশ জারি করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি। মুসলমানরা কীভাবে ধর্ম-কর্ম পালন করবে এটা কোন রাষ্ট্র নির্ধারণ করার এখতিয়ার নেই। ফ্রান্স যদি এটাকে কেন্দ্র করে মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে ফ্রান্সকে চরম খেসারত দিতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img