টানা বৃষ্টিতে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। দক্ষিণ চট্টগ্রামের অনেক রাস্তা ইতোমধ্যে কোমর পানিতে ডুবে গেছে বলে জানা যায়।
বুধবার (২১ আগস্ট) সকাল থেকে টানা বৃষ্টিতে দক্ষিণ জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে আছে। যানবাহন কম থাকায় বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। ফলে চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবীরা।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। বৃষ্টিপাত আরও অন্তত ৭২ ঘণ্টা অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি আগামীকাল শুক্রবার পর্যন্ত পাহাড়ধসের সতর্কতাও জারি করা হয়েছে।
এদিকে ভারী বর্ষনে কমোর সমান পানিতে ডুবেছে পটিয়া, চন্দনাইশ, আনোয়ারা, বোয়ালখালি, সাতকানিয়া, বাঁশখালীসহ বিভিন্ন এলাকা। বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে যাওয়ায় প্রায় প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
পটিয়া হরিণখাইন তা’লীমুল কোরআন মাদরাসার শিক্ষক মাওলানা নুরুল মোস্তফা বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরের ভেতর পানি ঢুকে গেছে। পরিবার নিয়ে দুর্ভোগে পড়েছি।কিন্তু বৃষ্টি না থামায় কতটুকু নিরাপদ থাকতে পারি তা নিয়ে শঙ্কায় আছি।