বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

ভয়াবহ ওমিক্রন থেকে বাঁচতে অনুষ্ঠান বাতিলের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনাভাইরাসের ভয়াবহ ভ্যারিয়েন্ট ওমিক্রন থেকে বাঁচতে ছুটির দিনগুলোর অনুষ্ঠান বাতিলের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সোমবার (২০ ডিসেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান তেদ্রোস আধানম এ আহ্বান জানান।

তিনি বলেন, সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়া ঠেকাতে জনসমাগম এড়িয়ে চলতে হবে।

হু প্রধান বলেন, চলতি বছরে ৩৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এখনও প্রতি সপ্তাহে মারা যাচ্ছে ৫০ হাজার করে। যা এইডস, ম্যালেরিয়া, যক্ষার চেয়ে কয়েকগুণ বেশি। তাই স্বাভাবিক অবস্থায় ফিরতে হলে আমাদের বিধি নিষেধ মেনে চলার বিকল্প নেই। বিশেষ করে ছুটির দিনে জনসমাগম এড়িয়ে পরিবারের সাথে থাকুন। কারণ জীবন বিসর্জন দেয়ার চেয়ে একটা অনুষ্ঠান বিসর্জন দেওয়াই উত্তম।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img