বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

কাশ্মীরে গ্রেনেড হামলায় ভারতীয় বাহিনীর পাঁচ সৈনিক নিহত

ভারত দখলকৃত জম্মু ও কাশ্মীরে বৃহস্পতিবার পুঞ্চ জেলার রাজৌরি সেক্টরে ভারতীয় বাহিনীর ট্রাকে গুলি এবং গ্রেনেড হামলায় দেশটির সেনাবাহিনীর ৫ জওয়ান নিহত হয়েছেন।

ভারতীয়দের অভিযোগ এই হামলার সাথে জাইশ-ই মোহাম্মদ এই হামলায় জড়িত। তবে হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

পাকিস্তানের তীব্র আপত্তি সত্ত্বেও  আগামী ২২-২৪ মে কাশ্মীরের শ্রীনগরে জি-২০ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত।

ভারতের অভিযোগ আন্তর্জাতিক সম্মেলনটির আগে পরিকল্পিত ভাবে জম্মু ও কাশ্মীরে অশান্তি বাধানোর চেষ্টা চলছে।

ভারতীয় সেনা বাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের তরফে শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজৌরি সেক্টরের ভিম্বারে বৃহস্পতিবার বিকালে ওই ঘটনার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ফলে, দৃশ্যসীমা কমে যায়। সেই সুযোগে হামলাকারীরা সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি এবং গ্রেনেড ছোড়ে।

সূত্র : এনডিটিভি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img