বুধবার, মে ১৫, ২০২৪

আলেমদের কন্ঠরোধ করে সরকার বায়ান্নর চেতনাকে ধ্বংস করেছে : যুব মজলিস

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতৃবৃন্দ বলেছেন, ৫২ এর ভাষা আন্দোলন ছিল অন্যায়, অবিচার, অপরাজনীতি ও বৈষম্যের বিরুদ্ধে মানবিক অধিকার ও বাক-স্বাধীনতা আদায়ের সংগ্রাম। বর্তমান সরকার প্রতিবাদী আলেমদের জেলে বন্দী করে বাকস্বাধীনতা হরণ করে ৫২ এর চেতনাকে ধবংস করেছে।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর আয়োজিত “ভাষা আন্দোলন: তৎকালীন প্রেক্ষাপট ও আজকের বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

বক্তারা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও যুব মজলিস সভাপতি মাওলানা মামুনুল হককে বিনা ওয়ারেন্টে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিয়ে উঠিয়ে নিয়ে মোবাইল চুরির মামলায় গ্রেপ্তার দেখানো হয়। যা সম্পূর্ণ আইনবিরোধী। তিনি দেশের জন্য কথা বলেছেন বলে তাকে অন্যায়ভাবে ২ বছর যাবৎ বন্দী রাখা হয়েছে।
এসময় বক্তারা দ্রুত মামুনুল হকের মুক্তি দাবি করেন।

বক্তারা বলেন, রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি পাওয়ার প্রায় সত্তর বছর হয়ে গেলেও বিচারালয় সহ নানাস্থানে এখনো বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে না পারাটা রাষ্ট্রীয় ব্যর্থতা। হিন্দুত্ববাদী আগ্রাসনে দেশের ভাষা ও সংস্কৃতি জর্জরিত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img