ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
সোমবার (২০ জানুয়ারি) আফগানিস্তানের বিচার মন্ত্রীর সঙ্গে এক বৈঠকে এমনটিই জানিয়েছেন কাবুলে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা।
বৈঠকে বিচার মন্ত্রী শেখ আব্দুল হাকিম শর’ই বলেন, সকল দেশের সাথে বৈদেশিক সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ আফগানিস্তান, বিশেষ করে মুসলিম দেশগুলোর সাথে।
বৈঠকে, তুরস্ক ও আফগানিস্তানের ধর্মীয় ও সাংস্কৃতিক সাদৃশ্যের কথাও তুলে ধরেন আব্দুল হাকিম।
এদিকে, বৈঠকে আফগানিস্তান ও তুরস্ককে ভাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেছেন কাবুলে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত সেঙ্ক উনাল।
তিনি জানিয়েছেন, আফগানিস্তানের পরিস্থিতি সর্বদা গভীরভাবে পর্যবেক্ষণ করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
উল্লেখ্য, আফগানিস্তানে পশ্চিমা মদদপুষ্ট আশরাফ গনি সরকারের পতনের পরও তুরস্ক কাবুলে তাদের দূতাবাস চালু রেখেছে। একই সঙ্গে দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রেসিডেন্ট এরদোগান। এছাড়া, তিনি নারীদের শিক্ষার অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়েও জোর দিয়েছেন, যা আফগানিস্তানের ভবিষ্যৎ উন্নয়ন ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্র: হুরিয়াত রেডিও