মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে প্রতিশ্রুতিবদ্ধ তুরস্ক: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ১৯৬৭ সালের সীমারেখা অনুযায়ী একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তুরস্কের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

তিনি বলেন, এই রাষ্ট্রের রাজধানী হবে জেরুসালেম।

গত রবিবার (১৮ জানুয়ারি), গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই এই মন্তব্য করেন তিনি।

এরদোগান ইসরাইল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

তিনি সতর্ক করে বলেন, ইসরাইল অতীতেও বহুবার এই ধরনের চুক্তি লঙ্ঘন করেছে, যার পুনরাবৃত্তি করতে পারে অবৈধ রাষ্ট্রটি। তাই সতর্ক থাকা জরুরী।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, “যুদ্ধবিরতির এই চুক্তিগুলো ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল এবং ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের দ্বারা বাস্তবায়ন করা উচিত।”

তিনি জোর দিয়ে বলেন, গাজায় মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করাই এখন অগ্রাধিকার হওয়া উচিত।

উল্লেখ্য, এরদোগানের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনিদের অধিকারের প্রতি তুরস্কের দীর্ঘদিনের সমর্থনের প্রতিফলন এবং জেরুসালেমকে কেন্দ্র করে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার একটি শক্তিশালী বার্তা।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img