প্রেসিডেন্ট হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব গ্রহণের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন সিরিয়ার নেতা আবু মুহাম্মাদ আল জুলানি। সেই সঙ্গে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের আশাবাদও ব্যক্ত করেছেন তিনি।
সোমবার (২০ জানুয়ারি) এক বিবৃতিতে এই অভিনন্দন জানান জুলানি।
বিবৃতিতে তিনি বলেন, “সিরিয়ার আরব নেতৃত্বের পক্ষ থেকে ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব গ্রহণের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছি আমি। এটি তার নেতৃত্বের প্রতি আমেরিকার জনগণের বিশ্বাসের প্রমাণ।”
বিবৃতিতে জুলানি আরো বলেন, “আমরা ডোনাল্ড ট্রাম্পের উপর আস্থা রাখি। আশা করি তিনি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা অর্জনে সক্ষম হবেন।”
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে, মানবিক সহায়তা অব্যাহত রাখার উদ্দেশ্যে, সিরিয়ার উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা ছয় মাসের জন্য শিথিল করেছে ওয়াশিংটন। সিরিয়ার পক্ষ থেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হলেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করা হয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালায় তৎকালীন স্বৈরাশাসক বাশার আল আসাদ। এই নৃশংস ঘটনার কারণে সিরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশগুলো।
সূত্র: রয়টার্স