বুধবার, মে ৮, ২০২৪

হুথিদের দমনে ইয়েমেন উপকূলে যুদ্ধজাহাজ পাঠালো ভারত

লোহিত সাগরে একের পর এক জ্বালানিবাসী জাহাজে আক্রমণ চালাচ্ছে ইয়েমেনের হুথিরা। আর তাদের এমন আক্রমণের মধ্যেই ইয়েমেনের উপকূলীয় অঞ্চলে দুটি সামরিক জাহাজ মোতায়েন করেছে ভারত।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস অনুযায়ী, ইয়েমেনের হুতি গোষ্ঠীর ইসরায়েলমুখী জাহাজে একের পর এক আক্রমণে ঠেকাতে একটি টাস্ক ফোর্স গঠন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিরাপত্তা বজায় রাখার উদ্দেশ্যে গঠিত এই টাস্ক ফোর্স গঠনের পরপরই এই পদক্ষেপ নেয়া হয়েছে ভারতের পক্ষ থেকে।

প্রসঙ্গত, ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি হুতিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি হয়ে উঠেছে। যার ফলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যে। আর এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে দখলদার ইসরাইলের বাণিজ্য।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজের এক শতাংশ লোহিত সাগরের এই পথ ব্যবহার করে হয়ে থাকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img