দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশ শনিবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
সমাবেশকে কেন্দ্র করে আমীরে হেফাজত ও মহাসচিব শনিবার সিলেটে যাচ্ছেন।
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ নগরীর রেজিস্ট্রি মাঠে অনুষ্ঠিত হবে।
নগরীর কোর্ট পয়েন্টে প্রশাসনের অনুমতি না পাওয়ায় এ স্থান পরিবর্তন করা হয়।
শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
বিক্ষোভ সমাবেশে হেফাজতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
সমাবেশ সফলের লক্ষ্যে সবধরণের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানাগেছে।