বুধবার, মে ১, ২০২৪

বাংলাদেশসহ ৬ দেশের ‍উপর ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল জাপান

জাপান গত জুনে বাংলাদেশসহ মোট ছয় দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) তা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। কারণ দেশটির কোয়ারেন্টিন নীতিমালায় বড় ধরনের সংশোধন আনায় ওই ছয় দেশের প্রবেশ নিষেধাজ্ঞার অবসান ঘটছে।

ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া দেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা। এই ছয় দেশের নাগরিকদের মধ্যে যারা টিকা নিয়েছিলেন এবং এমনকি জাপানে বসবাসের বৈধ স্ট্যাটাসও রয়েছে; তাদেরও জাপানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল।

কোয়ারেন্টিন বিধি-নিষেধে পরিবর্তন আসায় করোনাভাইরাসের বিস্তার, বিশেষ করে অতিসংক্রামক ধরনকে ঠেকাতে বিশ্বের ৪০টিরও বেশি দেশ ও অঞ্চলের পর্যটকদের এখন জাপানে পৌঁছানোর পর সরকারি স্থাপনায় তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পালন করতে হবে।
দেশটিতে প্রবেশের পর একবার করোনাভাইরাসের পরীক্ষা করতে হবে। পাশাপাশি তিন দিনের বাধ্যতামূলক স্বেচ্ছা আইসোলেশন শেষেও শেষ দিনে কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img