শুক্রবার, মে ১৭, ২০২৪

আইসিজের যেসব বিচারক ইসরাইলকে জার্মানির অস্ত্র সরবরাহ বন্ধের পক্ষে-বিপক্ষে ভোট দিলেন

গাজ্জায় গণহত্যা পরিচালনাকারী ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলকে জার্মানির অস্ত্র সরবরাহ বন্ধে জরুরী আদেশ জারির আবেদন জানিয়ে নিকারগুয়ার করা মামলার বিপক্ষে রায় দিলো আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিজে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিচারক নাওয়াফ সালামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ আদালত এই রায় ঘোষণা করে।

রায়ে বিচারক নাওয়াফ সালাম বলেন, ৪১ নং অনুচ্ছেদের অধীনে জরুরী ভিত্তিতে অস্থায়ী ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে নির্দেশনা জারির যে বিশেষ ক্ষমতাবল রয়েছে তা প্রয়োগের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি।

রায় ঘোষণার পূর্বে বিচারক প্যানেলের মাঝে এর পক্ষে-বিপক্ষে ভোটাভুটি হয়। ১৫-১ এর ব্যবধানে আইসিজের প্রেসিডেন্ট বিচারক নাওয়াফ সালামের সিদ্ধান্তটি জয়যুক্ত হয়।

ইসরাইলকে জার্মানির অস্ত্র সরবরাহ বন্ধে বিশেষ ক্ষমতাবল প্রয়োগ করে দিকনির্দেশনা জারির বিপক্ষে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিজের যে ১৫ বিচারক ভোট দিয়েছেন তারা হলেন,

১. প্রেসিডেন্ট নাওয়াফ সালাম- লেবানন।
২. ভাইস প্রেসিডেন্ট জুলিয়া সেবুটিন্ডে- উগান্ডা।
৩. বিচারক পিটার টমকা- স্লোভাকিয়া।
৪. বিচারক রনি আব্রাহাম- ফ্রান্স।
৫. বিচারক আব্দুল কওয়ী আহমাদ ইউসুফ- সোমালিয়া।
৬. বিচারক জু হানকিন- চীন।
৭. বিচারক দালভীর ভান্ডারী-ভারত।
৮. বিচারক ইওয়াসাওয়া ইউজি-জাপান।
৯. বিচারক জর্জ নলতে-জার্মানি।
১০. বিচারক হিলারি চার্লস ওয়ার্থ- অস্ট্রেলিয়া।
১১. বিচারক লিওনার্দো নেইমার ক্যাল্ডেইরা ব্রান্ট-ব্রাজিল।
১২. বিচারক জুয়ান ম্যানুয়েল গোমেজ রোবলেডো-মেক্সিকো।
১৩.বিচারক সারাহ এইচ ক্লিভল্যান্ড-আমেরিকা।
১৪. বিচারক বোগদান লুসিয়ান অরেস্কু-রোমানিয়া।
১৫. বিচারক ডাইরে টলাডি- দক্ষিণ আফ্রিকা।

ইসরাইলকে জার্মানির অস্ত্র সরবরাহ বন্ধে বিশেষ ক্ষমতাবল প্রয়োগ করে দিকনির্দেশনা জারির পক্ষে ভোট দেওয়া একমাত্র বিচারক ছিলেন ইরানের অ্যাড-হক মুহসিন আগা হুসাইনী

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img