মঙ্গলবার, মে ২১, ২০২৪

ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধে নিকারগুয়ার করা মামলা খারিজ করে দিলো আন্তর্জাতিক আদালত

গাজ্জায় গণহত্যা পরিচালনাকারী ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলকে জার্মানির অস্ত্র সরবরাহ বন্ধে জরুরী আদেশ জারির আবেদন জানিয়ে নিকারগুয়ার করা মামলার বিপক্ষে রায় দিলো আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিজে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিচারক নাওয়াফ সালামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ আদালত এই রায় ঘোষণা করে।

রায়ে বিচারক নাওয়াফ সালাম বলেন, ৪১ নং অনুচ্ছেদের অধীনে জরুরী ভিত্তিতে অস্থায়ী ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে নির্দেশনা জারির যে বিশেষ ক্ষমতাবল রয়েছে তা প্রয়োগের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি।

গত ৮ এপ্রিল গাজ্জা গণহত্যা পরিচালনাকারী ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধে জার্মানির বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করে সেন্ট্রাল আমেরিকার দেশ নিকারগুয়া।

জার্মানির বিরুদ্ধে মামলার শুনানিতে নিকারগুয়ার রাষ্ট্রদূত গোমেজ বলেছিলেন, জার্মানি শুরু থেকেই এবিষয়ে সচেতন ছিলো যে, ইসরাইল আন্তর্জাতিক আইনের কোনো রকমের তোয়াক্কা না করে ৯ অক্টোবর থেকে গাজ্জায় ব্যাপকভাবে গণহত্যা চালিয়ে আসছে। তারা এবিষয়েও সচেতন ছিলো যে, ২৬ জানুয়ারি আন্তর্জাতিক আদালতের আদেশ সত্ত্বেও ইসরাইলের অব্যাহত নৃশংসতা যুদ্ধাপরাধ বলে বিবেচিত হতে পারে। এরপরও তারা আন্তর্জাতিক আইন রক্ষার যে বাধ্যবাধকতা রয়েছে তার তোয়াক্কা না করে বিরতিহীনভাবে ইসরাইলকে অস্ত্র সহায়তা দিয়ে এসেছে। গণহত্যা কনভেনশন মানতে বাধ্য রাষ্ট্র হিসেবে তাদের অবশ্যই ইসরাইলকে অস্ত্র সহায়তা বন্ধ করতে হবে। আন্তর্জাতিক আইন রক্ষার যে বাধ্যবাধকতা রয়েছে তাকে সম্মান করতে হবে।

এর আগে ফরাসি আইনজীবী প্যালেট বলেন, জাতিসংঘের গণহত্যা কনভেনশনের ৩য় অনুচ্ছেদ মোতাবেক জার্মানি গণহত্যার মারাত্মক অপরাধের সাথে জড়িত। তারা শুরু থেকেই অবগত ছিলো তাদের দেওয়া সামরিক সহায়তা ও অস্ত্র ফিলিস্তিনি নিধনযজ্ঞে ব্যবহার করতে পারে ইসরাইল। জার্মানিকে অবিলম্বে অস্ত্র ও সামরিক সহায়তা প্রদান বন্ধ করতে হবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে অবগত থাকা সত্ত্বেও ইসরাইলকে অস্ত্র ও সামরিক সহায়তা দিয়ে যাওয়ায় শাস্তি প্রদান করতে হবে।

২দিনের শুনানিতে নিকারগুয়ার পক্ষের আইনজীবীদের মূল ভাষ্য ছিলো, জার্মানির সরবরাহকৃত অস্ত্রের জোরে গণহত্যা পরিচালিত হতে পারে এই বিষয়ে অবগত থাকা সত্ত্বেও তারা ইসরাইলকে অস্ত্র বিক্রি করেছে। এর মাধ্যমে বার্লিন ১৯৪৮ এর গণহত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক আইনের ৪১ নং অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করে আইসিজে যেনো ইসরাইলের কাছে জার্মানির অস্ত্র বিক্রি ও সরবরাহ বন্ধের বিশেষ নির্দেশনা জারি করে।

জার্মানি নিকারগুয়ার অভিযোগ অস্বীকার করে। তাদের আইনজীবীগণ দাবী করেন যে, অপর্যাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে জার্মানির বিরুদ্ধে তড়িঘড়ি মামলা করেছে নিকারগুয়া। তাই তাদের মামলার আবেদনটি যেনো খারিজ করা হয়।

উল্লেখ্য, জার্মানি গাজ্জায় ভয়াবহ গণহত্যা পরিচালনাকারী ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সবচেয়ে বড় সামরিক সরঞ্জাম ও অস্ত্র বিক্রেতাদের অন্যতম। ২০২৩ সালে ইহুদিবাদী অবৈধ দেশটিকে ৩৫৩.৭ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও অস্ত্র বিক্রি করেছে দেশটি।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img