শনিবার, অক্টোবর ১৯, ২০২৪

শহীদ ইয়াহইয়া সিনওয়ারের শাহাদাত আঙুল কেটে ফেলেছে ইসরাইলি সেনারা

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস-এর প্রধান ইয়াহইয়া সিনওয়ার গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় শাহাদতবরণ করেছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) হামাস-এর সিনিয়র নেতা খলীল হাইয়া এ কথা নিশ্চিত করেন।

ফিলিস্তিনি জাতির মুক্তিদূত ও মহান বীর ইয়াহইয়া সিনওয়ারের মরদেহের ময়নাতদন্ত করেছেন চেন কুগেল নামের এক চিকিৎসক।

সেই চিকিৎসকের বর্ণনা অনুযায়ী, হামাসপ্রধানের দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। তাঁর ডান বাহুতে মিসাইলের আঘাত, বাম পা ও উরুতে ভবন ধসে পড়ার আঘাত এবং দেহে প্রবেশ করা অসংখ্য শার্পনেল। এসব শার্পনেল তাঁর দেহে ব্যাপক ক্ষতি করে।

তবে ইয়াহইয়া সিনওয়ারকে মাথায় গুলি করে শহীদ করা হয়েছে বলে নিশ্চিত করেন ওই চিকিৎসক। তাঁর ডান হাতের শাহাদাত আঙুল ছিল না। শহীদ করার পর ইহুদিবাদী ইসরাইলি সেনারা সিনওয়ারের ওই আঙুল কেটে নেয়।

সূত্র: সিএনএন

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img