বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

আমিরাতের মন্ত্রীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রীর বিরুদ্ধে সাহিত্য উৎসবের কর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।

শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ানের আইনজীবীরা বলেছেন এই অভিযোগে তিনি ”বিস্মিত এবং মর্মাহত”

আন্তর্জাতিকভাবে সুপরিচিত সাহিত্য ও শিল্প উৎসব ‘হে ফেস্টিভ্যাল’ এর পক্ষ থেকে উপসাগরীয় এক শীর্ষ রাজপরিবারের সদস্যের বিরুদ্ধে তাদের একজন নারী কর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ এনে এই ঘটনাকে “ন্যক্কারজনক লংঘন” বলে উল্লেখ করা হয়েছে।

হে উৎসবের সভাপতি, ক্যারোলাইন মিশেল বলেছেন শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান দেশটির সহিষ্ণুতা বিষয়ক মন্ত্রীর (মিনিস্টার ফর টলারেন্স) পদে যতদিন থাকছেন, ততদিন তারা আবুধাবিতে এই উৎসবের আয়োজন করা থেকে বিরত থাকবেন।

তাদের কর্মী কেইটলিন ম্যাকনামারা দাবি করেছেন শেখ নাহিয়ান এবছরের গোড়ার দিকে তার ওপর যৌন হামলা চালান এবং তিনি এর জন্য আইনি পদক্ষেপ নিচ্ছেন।

এই অভিযোগ অস্বীকার করেছেন ৬৯ বছর বয়সী শেখ নাহিয়ান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img