শনিবার, অক্টোবর ৫, ২০২৪

দেশের সমৃদ্ধি অর্জনে চামড়া শিল্প রক্ষায় সকল সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে

দেশের সমৃদ্ধি অর্জনে চামড়া শিল্প রক্ষায় সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে চামড়া শিল্পকে বাঁচানোর দাবিতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

সোমবার (১৯ জুলাই) বেলা ১১টায় বরিশাল টাউন হল চত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের উদ্যোগে এ মানববন্ধন আয়োজিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের বরিশাল মহানগরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

আব্দুল্লাহ আল মামুন বলেন, অবিলম্বে চামড়া শিল্প রক্ষা ও সিন্ডিকেটের হাত থেকে বাঁচাতে সরকারকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে।

বক্তারা বলেন, বৈশ্বিক করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ২০১৯-২০ অর্থবছরে রপ্তানী আয় কমে গিয়ে ৭৯৭ দশমিক ৬১ মিলিয়ন ডলারে দাঁড়ায়। রপ্তানী আয়ের দিক থেকে ২য় স্থান হারিয়ে চামড়া খাত ৩য় স্থানে নেমে এসেছে।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম, সহ-সভাপতি ইবরাহীম খান, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ শোভন প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img