সোমবার, মে ২০, ২০২৪

নেপালে বন্যা ও ভূমিধসে ১৬ জনের মৃত্যু; নিখোঁজ ২২

নেপালে গত কয়েকদিন ধরে ভারী বর্ষণ হচ্ছে, ফলে ব্যাপক বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে মৃত্যু হয়েছে ১৬ জনের। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় এখনো ২২ জন নিখোঁজ রয়েছেন।

গত ১৩ জুন থেকে আজ শনিবার (১৯ জুন) পর্যন্ত এসব প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে তিনজন বিদেশি আর বাকি ১৩ জন নেপালের স্থানীয় বাসিন্দা। খবর এনডিটিভির।

জানা গেছে, হিমালয় কন্যা খ্যাত নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্ধ ডজনের বেশি শহরে প্রবল বৃষ্টিপাত রেকর্ড করেছে। এতে শনিবার সকাল পর্যন্ত বন্যা এবং ভূমিধসে সিন্ধুপালচক, মানাং, লামজং, মায়াগদি, মুস্তং, পালপা, কালিকোট, জুমলা, দাইলেখ, বাজুরা ও বাজহং জেলায় প্রাণহানি এবং সবচেয়ে বেশি অবকাঠোমো ক্ষয়ক্ষতি রেকর্ড করা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img