বুধবার, জুন ২৫, ২০২৫

ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবরে বেড়েছে তেলের দাম

spot_imgspot_img

ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান এবং অন্যান্য কর্মকর্তাদের মৃত্যুর খবরে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে।

আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড অনুযায়ী, সোমবার সকালে প্রতি ব্যারেল তেল ৮৪.২৪ ডলারে বিক্রি হয়েছে। যা আগের সেশনে ছিল ব্যারেল প্রতি ৮৩.৯৮ ডলার। অর্থাৎ প্রতি ব্যারেলে দাম বেড়েছে ০.৩১% শতাংশ।

অন্যদিকে আমেরিকান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটও (ডব্লিউটিআই) একই সময়ে ব্যারেল প্রতি ৭৯.৮১ ডলারে লেনদেন করেছে। যা আগের সেশন ছিল ব্যারেল প্রতি ৭৯.৫৮ ডলার। অর্থাৎ আগের তুলনায় দাম বেড়েছে ০. ২৯ শতাংশ।

ওপেকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ইরানে প্রতিদিন ৩০ লাখ ব্যারেলের বেশি তেল উৎপাদিত হয়।

রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানসহ দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রীসহ সব আরোহী নিহত হয়েছেন বলে আজ সোমবার নিশ্চিত হওয়া যায়।

রেড ক্রিসেন্ট প্রধান পীর হোসেইন কুলিভান্দ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘আমরা শহীদদের মরদেহ ইরানের উত্তর-পশ্চিমে তাবরিজে স্থানান্তর করার প্রক্রিয়ার মধ্যে রয়েছি। তল্লাশি অভিযান শেষ হয়েছে।’

সূত্র : আনাদোলু এজেন্সি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img