নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা জামায়াত-বিএনপির এজেন্ট হিসেবে কাজ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন বলে অভিযোগ করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গসংগঠনের ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু।
লিখিত বক্তব্যে বলা হয়, কাদের মির্জা নিজেই অপরাজনীতিসহ নানা অনিয়ম করে বেড়াচ্ছেন। এমনকি চাঁদা নিয়ে আমেরিকায় বাড়ি-গাড়ি করেছেন।
এছাড়া বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান নাছের, জেলা যুবলীগ আহ্বায়ক ইমন ভট্ট, যুগ্ম-আহ্বায়ক একরামুল হক বিপ্লব, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আরমান প্রমুখ।