বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

মালয়েশিয়ায় বিদেশী কর্মীদের টিকা না দিলে নিয়োগকর্তার জরিমানা

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। যে সকল নিয়োগকর্তা তাদের বিদেশী কর্মীদের টিকা প্রদানে ব্যর্থ হবেন, সে সব নিয়োগকর্তার বিরুদ্ধে জেল জরিমানার বিধান রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) দেশটির মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান ভার্চুয়াল এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

এম সারাভানান জানান, দেশটিতে বিভিন্ন কারখানার নিয়োগকর্তারা কর্মীদের জন্য যে আবাসনের ব্যবস্থা রেখেছে তাতে দেখা গেছে অনেক আবাসনস্থল কোভিড -১৯ ঝুঁকির মধ্যে রয়েছে সেইসব নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এম সারাভানান আরও জানান, জাতীয় টিকা দান কর্মসূচী বাস্তবায়িত হওয়ার পর সরকারি হাসপাতালে বিদেশী কর্মীদের টিকা দেওয়ার জন্য আমরা সকল নিয়োগকর্তাদের পরামর্শ দিয়েছি। বিদেশী কর্মীদের ন্যূনতম আবাসন ও সুযোগ-সুবিধা (সংশোধনী) আইন ২০১৯ এর ৪৪৬ ধারা লঙ্ঘনের অভিযোগে সেসব নিয়োগকর্তাদের বিরুদ্ধে তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ২০০,০০০ রিঙ্গিত জরিমানা হতে পারে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img