রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে : মাওলানা ফজলে বারী মাসউদ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম বলেছেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচার হাসিনা সরকারের পতন ভারত কোনভাবেই মেনে নিতে পারেনি। তাই তারা বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণের পরিবর্তে পায়ে পারা দিয়ে ঝগড়া বাধাতে চাচ্ছে। সীমান্তে উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে। বাংলাদেশেকে অস্থিতিশীল করতে পারলেই তাদের লাভ। তাই ভারত সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত।

আজ রোববার (১৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন তারা।

নেতারা বলেন, জিরো সীমানা থেকে ১৫০ গজ দুরত্ব বজায় রেখে কাঁটা তারের বেড়া নির্মাণের আন্তর্জাতিক আইন থাকলেও বাংলাদেশের সীমানায় কাঁটা তারের বেড়া নির্মাণের উপকরণ একত্রিত করে ভারত সেই আইন লংঘন করেছে। এজন্য ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অমান্য করার অপরাধে মামলা করার আহবান জানান অন্তবর্তীকালীন সরকারের প্রতি।

তারা আরও বলেন, সীমান্ত উত্তেজার কারণে বাংলাদেশের যে ৫ জন কৃষক আহত হয়েছে তাদের সকল ক্ষতিপূরন ভারত থেকে আদায় করার জন্য ভারতীয় হাইকমিশনারকে তলব করুন। বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ভারতের জন্য ছেড়ে দেয়া হবে না। ভারতীয়দের সকল অনুপ্রবেশ কঠোর হস্তে দমন করতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img