মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪

বইমেলায় তামাদ্দুনের বর্ণাঢ্য সেমিনার-নাশিদ প্রহর

বায়তুল মোকাররম পূর্ব গেইটে চলমান ইসলামী বইমেলায় তামাদ্দুনের আয়োজনে “অপসাংস্কৃতিক আগ্রাসনরোধে সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজনীয়তা” শীর্ষক সেমিনার ও নাশিদ প্রহর অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৮ নভেম্বর ) বিকেল ৩টায় এই সেমিনার ও নাশিদ প্রহর অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা মাঈনুদ্দীন ওয়াদুদের সভাপতিত্বে লোকমান গাজীর উপস্থাপনায় অনুষ্ঠানের প্রথম অধিবেশনে কুরআন তিলাওয়াত করেন তামাদ্দুন কুমিল্লা শাখার নির্বাহী পরিচালক ওমর ফারুক পাহাড়পুরী। নাতে রাসুল পরিবেশন করেন তামাদ্দুনের সিনিয়র শিল্পীবৃন্দ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন তামাদ্দুনের কেন্দ্রীয় পরিচালক আবুবকর বিন রাশেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংস্কৃতিক বিপ্লব সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুফতী মুহাম্মদ গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাবালে নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জাতীয় অধ্যক্ষ ড. মুহাম্মদ সাইফুল ইসলাম রফিক। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় লেখক পরিষদের সভাপতি মাওলানা সৈয়দ শামছুল হুদা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সময় টিভির সিনিয়র সাব-এডিটর মুফতী আব্দুল্লাহ তামিম, বাংলাদেশ মাদরাসা এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মাওলানা হিফজুর রহমান, রেডিও একাত্তরের আরজে মাওলানা মামুন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মুফতী মহিউদ্দীন আইকন, তামাদ্দুন কুমিল্লা শাখার সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবু জাফর মোঃ সালেহ, অভিভাবক পরিষদের সদস্য মাওলানা আব্দুস সালাম শরাফতি, চ্যাম্পিয়ন প্রপার্টিজের এমডি, মুফতী আসাদুল্লাহ জাকির, আওয়ার কিল্ডার্সের এমডি, মুফতী সৈয়দ হাফিজ মনির, মাওলানা খায়রুল বাশার, তরুণ আলোচক এইচ এম বাশির আহমাদ, তরুণ আলেম ও সংগঠক মুফতি নাঈম বিন আব্দুল বারী প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img