বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

নিজস্ব প্রযুক্তির দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের অধিকারী দেশের তালিকায় প্রবেশ করলো ভারত

ভারত নিজস্ব প্রযুক্তির দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের অধিকারী দেশের তালিকায় প্রবেশ করেছে।

রবিবার (১৭ নভেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এক এক্স বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।

বিবৃতিতে বলা হয়, ওডিশার পূর্ব উপকূলে ড. এপিজে আব্দুল কালাম দ্বীপে গতকাল ১৬ নভেম্বর দেশীয় প্রযুক্তির দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের একদম নিখুঁত ও সফল পরীক্ষা চালানো হয়েছে। রাষ্ট্র পরিচালিত প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও সহযোগী অস্ত্র কারখানা সমূহের সমন্বয়ে এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। সশস্ত্র বাহিনীর জন্য নির্মিত ক্ষেপণাস্ত্রটি ১৫০০ কিলোমিটার বা ৯৩০ মাইল দূরত্বে আঘাত হানতে ও পে-লোড বহন করে নিতে সক্ষম।

দেশটির উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এক এক্স বার্তায় নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা চালানোয় ডিআরডিওকে অভিনন্দন জানান। একে ভারতের ঐতিহাসিক অর্জন বলে আখ্যায়িত করেন। এটির নির্মাণ ও সফল পরীক্ষার সাথে সম্পৃক্ত সকলের প্রশংসা করে বলেন, আপনাদের মেধা, শ্রম ও ত্যাগের বদৌলতে ভারত বিশ্বের সেসব দেশের তালিকায় নিজেদের স্থান করে নিতে পেরেছে, যাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির নিজস্ব জটিল ও উন্নত প্রযুক্তি রয়েছে।

সূত্র: ডন

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img