মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪

ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধাপরাধের নিন্দা জানিয়েছে ওআইসি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল যে বর্বর আগ্রাসন ও যুদ্ধাপরাধ করে চলেছে তার কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের অপরাধযজ্ঞ ও আগ্রাসন থামানোর জন্য সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

পশ্চিম গাজ্জার আল-শাতি শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুল এবং বেইত লাহিয়া শরণার্থী শিবিরে ইসরাইলের বর্বর আগ্রাসনের পর এই নিন্দা জানালো ওআইসি। ইসরাইলের এসব হামলায় শত শত মানুষ হতাহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইহুদিবাদী ইসরাইল আল-শাতি শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত যে স্কুলে হামলা চালিয়েছে সেখানে উদ্বাস্ত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন।

ওআইসি সুস্পষ্ট ভাষায় বলেছে, ইসরাইল সম্প্রতি যে অপরাধযজ্ঞ চালিয়েছে তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এ অবস্থায় ইসরাইলের অপরাধযজ্ঞ থামানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

এছাড়া, গাজ্জা উপত্যকার সমস্ত এলাকায় যাতে পর্যাপ্ত পরিমাণে এবং নিয়মিতভাবে ত্রাণ সহায়তা পৌঁছানো যায় তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ফিলিস্তিনিদের নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সুরক্ষা দেয়ার দাবি জানিয়েছে ওআইসি।

সূত্র : পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img